অভিযোগপত্র ফরম পূরণের নিয়মাবলি
অনলাইন অভিযোগের সময় সতর্কতার সাথে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন এবং প্রেরণ বাটনে ক্লিক করার পূর্বে ভালো করে যাচাই করে নিন। কোনো ভুল অথবা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। একটি ধাপে প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরবর্তী ধাপে প্রবেশ করুন। পরবর্তী ধাপে প্রবেশের সাথে সাথে পূর্ববর্তী ধাপের পূরণকৃত তথ্যসমূহ স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে সংরক্ষিত হয়ে যাবে।
- অভিযোগ ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পুরণ ঐচ্ছিক।
- অভিযোগের সাথে কাগজপত্র/প্রমাণপত্র ডকুমেন্ট সংযুক্ত করতে ইচ্ছুক হলে তা "সংযুক্ত" অপশনে ক্লিক করে আপলোড করুন।
- এরপর ‘প্রেরণ’ বাটনে ক্লিক করে অভিযোগটি দাখিল করুন। প্রয়োজনে আপনি অভিযোগটি প্রিন্ট/সেভ করে সংরক্ষণ করে রাখতে পারেন।