নিষিদ্ধ চলচ্চিত্র সংশোধনের পর সার্টিফিকেট প্রদানের জন্য আবেদনের নিয়মাবলি:
আবেদনপত্র পূরণের সতর্কতা:
- আবেদনপত্রের * চিহ্নিত ঘর অবশ্যই পূরণীয়।
- ধীরস্থিরভাবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন, যাহাতে কোনো তথ্য ভুল না হয়।
- কোনো প্রকার অসামঞ্জস্যপূর্ণ বা বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করা হইলে আপনার আবেদন বাতিল করা হইতে পারে।
- অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইতে পারে।
আবেদন করার পূর্বপ্রস্তুতি:
(ক) দেশীয় ও যৌথ প্রযোজনা চলচ্চিত্রের ক্ষেত্রে:
- সেন্সর ও স্ক্রিনিং ফি সংক্রান্ত মূল চালান এর স্ক্যান কপি (সাদা ব্যাকগ্রাউন্ড, জিপিইজি/পিডিএফ ফরমেট)
- বিদেশি শিল্পী চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে প্রদত্ত পারিশ্রমিকের ওপর আয়কর প্রদান সংক্রান্ত মূল চালান এর স্ক্যান কপি (সাদা ব্যাকগ্রাউন্ড, জিপিইজি/পিডিএফ ফরমেট, প্রযোজ্য ক্ষেত্রে)
- প্রযোজক ও পরিচালকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, ই-মেইল ঠিকানা ও মোবাইল ফোন নম্বর
- নির্ধারিত মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রযোজকের ১টি, পরিচালকের ১টি, কাহিনিকারের ১টি এবং সংগীত পরিচালকের ১টি এফিডেভিট
- প্রতিটি গানের ৩ কপি (গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, অভিনয় শিল্পী ও নৃত্য পরিচালকের নামসহ)
- শিল্পী ও কলাকুশলীদের নামের তালিকার ৩ কপি (মূল নাম, চারিত্রিক নাম, অভিনীত চরিত্রের নামসহ)
- কাহিনি সংক্ষেপ ৩ কপি
- স্যুটিং স্ক্রিপ্ট ১ কপি (বাঁধাই করা)
- বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের অনাপত্তিপত্র
- সরকারি অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
- চলচ্চিত্রের দৈর্ঘ্যের সনদপত্র
- প্রযোজকের ইতোপূর্বে প্রযোজিত সেন্সর সনদপ্রাপ্ত চলচ্চিত্রের (যদি থাকে), ১টি প্রিন্ট বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দিয়ে জমা রসিদের মূল বা ফটোকপি
- ডিভিডি ২ সেট (উন্নতমানের যা ব্লু-রে ডিভিডি প্লেয়ারে চালানো যায়)
- সেন্সর সনদপত্র সিনেমা হলে প্রদর্শন করা হবে মর্মে প্রযোজক কর্তৃক অঙ্গীকারনামা
- যৌথ প্রযোজনার চলচ্চিত্রের ক্ষেত্রে চুক্তিপত্র ও চিত্রনাট্য বাছাই কমিটির অনুমোদনপত্র
(খ) আমদানিকৃত চলচ্চিত্রের ক্ষেত্রে:
- আমদানি লাইসেন্স
- বিল অব এন্ট্রি
- এয়ারওয়ে বিল/DSL/X-Press
- চুক্তিপত্র
- সার্টিফিকেট অব অরজিন
- প্রেস বুক
- ইনভয়েস
- কাস্টমস/ডিএইচএল এর গেট পাশ এর কপি
- কাস্টমস এসেসমেন্ট এর কপি
- সেন্সর সনদপত্রের কপি (SAFTA এর আওতায় আমদানিকৃত চলচ্চিত্রের ক্ষেত্রে)
- নির্ধারিত মূল্য মানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আমদানিকারকের ১টি এফিডেভিট
(গ) সকল চলচ্চিত্রের ক্ষেত্রে:
- আবেদনকারীর স্বাক্ষরের স্ক্যান কপি (সাদা ব্যাকগ্রাউন্ড, সাইজ ৩০০*৮০ পিক্সেল, ৬০ কেবি, জেপিইজি ফরমেট)
(ঘ) ফিল্ম সেন্সরশিপ প্রক্রিয়া:
- ফিল্ম সেন্সরশিপ প্রক্রিয়া দেখতে ডাউনলোড লিংক এ ক্লিক করুন (ডাউনলোড)
চালান জমাদানের নিয়মাবলি:
- ১-৩৩৭১-০০০০-২৬৮১ নং কোডে ট্রেজারি চালান জমা দিতে হবে (চলানের নমুনা কপি ডাউনলোড)।
- বাংলাদেশ ব্যাংক/সোনালি ব্যাংকের যে কোনো শাখায় ট্রেজারি চালান জমা দিতে হবে।