সচিব
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঢাকা।
মহোদয়,
নিম্নলিখিত চলচ্চিত্র সংসদ নিবন্ধনের জন্য আনুষঙ্গিক কাগজপত্র ও বোর্ডের প্রাপ্তির খাত ১-৩৩৭১-০০০০-২৬৮১ এ টাকা * নিবন্ধন ফি জমাক্রমে ট্রেজারি চালানের মূল কপিসহ আবেদন করা হইল:
১৷ আমি/আমরা চলচ্চিত্র সংসদ (নিবন্ধন) আইন, ২০১১ এবং তদনুযায়ী প্রণীত সকল বিধানাবলি মানিয়া চলিতে বাধ্য থাকিব।
২৷ উক্ত চলচ্চিত্র সংসদের গঠনতন্ত্রে সন্নিবেশিত তথ্যাদিসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যাদি এতদ্সঙ্গে সংযোজন করা হইল।
৩৷ চলচ্চিত্র সংসদের আবশ্যকীয় বিবরণ নিম্নে দেওয়া হইল: