বরাবর
ভাইস চেয়ারম্যান
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড
ঢাকা।
বিনীত নিবেদক এই যে, আমি নিম্নোক্ত চলচ্চিত্র বিদেশ হতে আমদানী করেছি, যা বর্তমানে বিমান বন্দর কাস্টম্স এর অধীনে সংরক্ষিত আছে। বিমান বন্দর কাস্টম্স থেকে ছাড়করণের নিমিত্তে আপনার দপ্তর থেকে এন.ও.সি (অনাপতিপত্র) প্রদানের জন্য আবেদন করছি: