আবেদন ফরম পূরণের নিয়মাবলি
আবেদনপত্র পূরণের সতর্কতা:
- আবেদনপত্রের * চিহ্নিত ঘর অবশ্যই পূরণীয়।
- ধীরস্থিরভাবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন, যাহাতে কোনো তথ্য ভুল না হয়।
- কোনো প্রকার অসামঞ্জস্যপূর্ণ বা বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করা হইলে আপনার আবেদন বাতিল করা হইতে পারে।
- অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইতে পারে।
আবেদন করার পূর্বপ্রস্তুতি:
- আবেদনকারীর স্বাক্ষরের স্ক্যান কপি (সাদা ব্যাকগ্রাউন্ড, সাইজ ৩০০*৮০ পিক্সেল, ৬০ কেবি, জেপিইজি ফরমেট)
চালান জমাদানের নিয়মাবলি:
- ১-৩৩৭১-০০০০-২৬৮১ নং কোডে ট্রেজারি চালান জমা দিতে হবে (চলানের নমুনা কপি ডাউনলোড)।
- বাংলাদেশ ব্যাংক/সোনালি ব্যাংকের যে কোনো শাখায় ট্রেজারি চালান জমা দিতে হবে।